ভর্তি
খিলগাঁও মডেল কলেজে আমরা প্রতিটি আবেদনকারীর যোগ্যতা যাচাই করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করি। আমাদের উদ্দেশ্য হল সঠিক শিক্ষার্থীদের নির্বাচন করা।

খিলগাঁও মডেল কলেজে ভর্তির প্রক্রিয়া সহজ ও সুসংগঠিত। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। ভর্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে সঠিক দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে আবেদনকারীরা সহজে ও নির্বিঘ্নে তাদের আবেদন সম্পন্ন করতে পারেন।

ভর্তির পর শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা প্রদান করা হয়, যাতে তারা ক্লাস শুরুর আগে প্রস্তুতি নিতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। শিক্ষার্থীদের সকল কার্যক্রম নিয়ে কলেজ প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখে এবং যেকোনো সমস্যার সমাধানে সহযোগিতা প্রদান করে।

কলেজের নিয়মাবলি
ভর্তির সময় যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে
এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নাম্বারপত্র ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি (পূর্ববর্তী সকল পরীক্ষার প্রত্যেকটির ২ কপি) একাডেমিক ট্রান্সক্রিপ্ট নাম্বারপত্র ও প্রশংসাপত্রের মূল কপি ভর্তির সময় অবশ্যই জমা দিতে হবে, যা কোর্স শেষ না হওয়া পর্যন্ত ফেরত পাওয়া যাবে না।
সদ্য তোলা ৬ কপি পাসপোর্ট এবং ৩ কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত রঙিন ছবি।
ছাত্র-ছাত্রীকে অবশ্যই ভর্তির সময় উপস্থিত থাকতে হবে এবং যথা সময়ে নিজ হাতে (অন-লাইনে) ভর্তি নিবন্ধন ও তথ্য ফরম পূরণ করতে হবে।
পরিচয়পত্র
ভর্তি হওয়ার পর যথাসময়ে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
প্রতিদিন কলেজে আসার সময় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
কলেজ ক্যাম্পাসে অবস্থানকালে সর্বদা কলেজ অনুমোদিত ইউনিফর্ম পরতে হবে এবং পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
পরিচয়পত্র হারিয়ে গেলে অধ্যক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত ফি জমা দিয়ে প্রতিরূপ (ডুপ্লিকেট) পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
ড্রেস (ইউনিফর্ম)
ছাত্রীদের নির্ধারিত ইউনিফর্ম যথা: সাদা সালোয়ার-কামিজ, কাপড়ের নরম জুতা, সাদা ওড়না এবং সাদা এপ্রোন এবং ছাত্রদের নির্ধারিত ইউনিফর্ম যথা: সাদা শার্ট, কালো সু, কালো প্যান্ট পরতে হবে। ভর্তির সময় কলেজ হতে কলেজের লোগো সম্বলিত পকেট বেজ সংগ্রহ করতে হবে এবং তা ড্রেসের সাথে সংযুক্ত করতে হবে। ছাত্র-ছাত্রীদের নির্ধারিত পোশাকে ক্লাসে আসতে হবে।
ছাত্রীদের কোনো অবস্থাতেই ড্রেস কোডের বাহিরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না।
বেতন পরিশোধ
১০
কলেজের প্রতি মাসের বেতন প্রতি মাসে / পরবর্তী মাসের মধ্যে কলেজে অবস্থিত ইউ.সি.বি.এল (UCBL) এর কালেকশন বুথে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিশোধ করা যাবে।
১১
৩ মাসের বেতন বকেয়া হলে ভর্তি সময়ীকভাবে বাতিল হয়ে যাবে। "তবে এক মাসের বেতনের সমান ফি জমা দিয়ে পুনরায় ভর্তি হওয়া যাবে। "তিন মাসের অধিক বেতন বকেয়া হলে প্রতি বছরের জন্য ৩০০০/- টাকা জরিমানা প্রদান করতে হবে।
১২
দৈনিক অনুপস্থিতির জরিমানা ১০০/- টাকা প্রদান করতে হবে।
বিশেষ নিয়মাবলী
১৩
প্রাতঃকালীন শাখায় ছাত্রদের ক্লাস চলাকালে কোনো অবস্থায়ই অনার্সের ছাত্ররা কলেজে প্রবেশ করতে পারবে না।
১৪
ছাত্র নামধারী অছাত্র বহিরাগতদের কলেজে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
১৪
যারা নিয়মিত ছাত্র নয়, তারা ক্লাস চলাকালীন অধ্যক্ষের অনুমতি ব্যতীত কলেজে প্রবেশ করতে পারবে না।
অফিস সময়: সকাল ৯:০০ টা হতে বিকেল ৫:০০ টা পর্যন্ত

অনলাইন ভর্তির জন্য এই বাটনে ক্লিক করুন

ভর্তির জন্য QR স্ক্যান করুন

ভর্তি সংক্রান্ত আপনার সকল প্রশ্নের উত্তর জানাতে ভর্তি অফিসের সাথে যোগাযোগ করুন।

    WhatsApp Image 2024-11-10 at 14.09.29_5d9f0d92
    ভর্তি হওয়ার জন্য
    নাজনীন নাহার
    WhatsApp Image 2024-10-24 at 15.05.11_1386857c
    ভর্তি হওয়ার জন্য
    নিহার বাড়ৈ