Khilgaon Model College

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলগাঁও মডেল কলেজে সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর কানাই লাল সরকার এবং উপাধ্যক্ষ জনাব কাজী জুলকার নাইন সুলতান আলম, সকল বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন বিষয়ের  জ্যৈষ্ঠ শিক্ষকগণ সহ বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ও বিভিন্ন বিভাগ ও শ্রেণির ছাত্র-ছাত্রীবৃন্দ।

সকাল সাতটা এক মিনিটে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে সাতটায় কলেজ পরিবারের পক্ষ থেকে শহীদ বেদিতে পুস্তবক অর্পণ করা হয় এবং সকল শহীদের জন্য দোয়া করা হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।